শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকালে পশ্চিম ছনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে থানা অফিসার ইনচার্জ বিপব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুজ্জান বিপিএম। তিনি আইন শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ওসি তদন্ত নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস) সোহেল মাহমুদ বিপিএম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, তাঁতীহাটি ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুর রউফ মিয়া, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজ সেবক এবং বঙ্গবন্ধু পরিষদের মহাসচিব এইচ এম ইকবাল হোসাইন, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমূখ।