ক্রীড়াঙ্গন
বিশ্বকাপ জেতার পরও মেসির আক্ষেপ!

কাতার বিশ্বকাপ জেতার পরও মেসির আফসোস, ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপটা নেয়া হলো না।
বিশ্বকাপ জেতার পর প্রথম সাক্ষাৎকারে আর্জেন্টাইন রেডিও উর্বানা প্লেই-কে বলেন, দিয়েগো সেদিন থাকলে আমার কাপটা তিনিই দিতেন, ওই ছবিটা কত দারুণই না হতো!
সাক্ষাৎকারে ফাইনালের আগের রাতের কথা স্মরণ করে মেসি বলেন, ঘুমটা ভাল হয়েছে, তেমন দুশ্চিন্তা ছিল না।
এটাই বারবার মনে হচ্ছিল যে, বিশ্বকাপটা জেতার জন্য যতটা সম্ভব সব চেষ্টাই করেছি।
রোজারিও নামক ছোট শহরে বেড়ে ওঠা শিশুটি আজকের ফুটবলে সবচেয়ে বড় তারকা। বাধা-বিপত্তি, আনন্দ-বেদনা, উত্থান-পতন সবকিছু সঙ্গে নিয়ে এই শৃঙ্গে পৌঁছেছেন মেসি।