বিনোদুনিয়া

শঙ্কামুক্ত নন শুটিংয়ে আগুনে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি

শুটিং স্পটে দগ্ধ নাট্য অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, তার রক্তে প্লাজমা কমতে থাকায়, বর্তমানে তাকে প্লাজমা দেয়া হচ্ছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, শারমিন আঁখির শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। বর্তমানে তিনি ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি আছেন। তাকে আমরা এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলতে পারছি না।

হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। শারীরিক অবস্থা বুঝে এই অভিনেত্রীকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে জানানা তিনি।

উল্লেখ্য, শনিবার (২৮ জানুয়ারি) মিরপুরের একটি শুটিংবাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন অভিনেত্রী শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button