জামায়াতের নিবন্ধন বিষয়ে চূড়ান্ত শুনানি ২ মাস পর

২ মাস পর,জামায়াতের নিবন্ধন নিয়ে চুড়ান্ত শুনানি করা হবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
২ মাস পর শুনানির উদ্যোগ না নিলে মামলা খারিজ করা হবে বলেও আদেশে বলা হয়।
আপিল বিভাগে শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।
২০০৮ সালে ৩৮টি দলের সঙ্গে আগের সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামীকেও নিববন্ধন দেয় ইসি। জামায়াতের নিবন্ধন চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের সেক্রেটারি সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন রিট করেন। সেই রিটের চূড়ান্ত রায়ে ২০১৩ হাইকোর্টে বৃহত্তর বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়।
পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, জামায়াতের নিবন্ধন সংবিধানের সাথে সাংঘর্ষিক।
এ রায়ের ভিত্তিতে ২০১৮ সালে ইসি দলটির নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে। এ নিয়ে আপিল বিভাগে যায় জামায়াত।
সরকার বার বার বললেও রিটের চূড়ান্ত শুনানি আর হয়নি আপিল বিভাগে। অবশেষে ১৬ জানুয়ারি ২৫ রিটকারি চেম্বার আদালতে যান মামলাটির চূড়ান্ত শুনানি করার আবেদন নিয়ে। যা আজ মঙ্গলবার নির্ধারিত ছিল।