জাতীয়

১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

২৯৪ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ফ্যামিলি কার্ডধারীদের কাছে সাশ্রয়ীমূল্যে বিক্রির জন্য পৃথক দুটি দরপত্রের মাধ্যমে এক কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা টিসিবি’র ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় দুই লাখ ৬১ হাজার ৬০০ মেট্রিক টন সয়াবিন তেল ক্রয়ের লক্ষমাত্রা রয়েছে। মোট চাহিদার পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৫৫ লাখ লিটার এবং স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) পদ্ধতিতে এককোটি ১০ লাখ লিটার সয়াবিন সংগ্রহ করা হবে।

এর আগে, ৫৫ লাখ লিটার সয়াবিন তেল স্থানীয়ভাবে সংগ্রহের জন্য গত ১৩ জানুয়ারি দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এতে প্রতি লিটারে ১৮২.৯৯ টাকার বিপরীতে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড প্রতি লিটারের দাম ১৮১.৬৫ টাকা, সিটি এডিবল অয়েল লিমিটেড ১৮২.৫৮ টাকা এবং মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড ১৮২.৬৮ টাকা উল্লেখ করে। দরপত্র মূল্যায়ন কমিটি সুপার অয়েল রিফাইনারি লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করে।

সে হিসাবে প্রতি লিটার ১৮১.৬৫ টাকা হিসেবে ৫৫ লাখ লিটার সয়াবিন কিনতে ব্যয় হবে ৯৯ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা। এই দামে সংস্থাটি ২ লিটারের বোতলে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল টিসিবি’র গুদামে পৌঁছাবে।

Related Articles

Leave a Reply

Back to top button