অব্যাহতির পর রোজিনা ইসলামের বিরুদ্ধে বাদীর নারাজি দেওয়ায় বিএসআরএফ’এর উদ্বেগ
বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের(বিএসআরএফ) সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়র পর অধিকতর তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। অব্যাহতি পাওয়ার পর রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী যুগ্ম সচিব শিব্বির আহমেদ ওসমানীর নারাজী দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএসআরএফ।
আজ সোমবার (৩০ জানুয়ারি ২০২৩) এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসুদউল হক এ উদ্বেগ জানান।
বিএসআরএফ-এর নের্তৃবৃন্দ বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে ডিবি পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার প্রায় সাত মাস পর ফের নারাজী দিয়েছেন মামলার বাদী স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব্বির আহমেদ ওসমানী। এটি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায় হিসেবে অভিহিত করেন নের্তৃবৃন্দ। তারা অবিলম্বে রোজিনা ইসলামকে এই মামলা থেকে অব্যহতি দেওয়ার আহবান জানান।