খেলা

ক্যানসার আক্রান্ত শরিফের পাশে দাঁড়াল রংপুর রাইডার্স

২২ গজে ঝড় তোলা তরুণ পেসার শরিফ ইসলাম এবার লড়ছেন প্রোস্টেট ক্যানসারের সঙ্গে। তার চিকিৎসা সহায়তা করতে এগিয়ে এলো বিপিএলের ফ্রাইঞ্চাইজি দল রংপুর রাইডার্স।

রোববার (২৯ জানুয়ারি) রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর জানান, তারা ক্যানসারে চিকিৎসাধীন পেস বোলার শরিফ ইসলামকে পাঁচ লাখ টাকা অনুদান দেবেন।

রংপুর রাইডার্স এ কর্মকর্তারা আরও বলেন, ঢাকায় পৌঁছানোর পর আমরা তাকে পাঁচ লাখ টাকা দেব। এটি আমাদের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের পক্ষ থেকে দেয়া হয়েছে।

বাংলাদেশে কেমোথেরাপি শেষ করার পর শরিফকে ভারতীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং বর্তমানে তার পাসপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে।

বছর পাঁচেক আগে আঘাত পেয়েছিলেন শরিফ। সেটিই টেস্টিকুলার ক্যানসারে রূপ নিয়েছে।

ইতোমধ্যেই বিসিবি এই ক্রিকেটারকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে। সে সঙ্গে তাকে প্রয়োজনীয় সব সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button