বিনোদনসাহিত্য ও বিনোদন

প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। ‘পাঠান’ নিয়ে যে বিতর্ক চলছিল তা এখন অনেকটাই কোনঠাসা। তবে শেষ হয়নি। ধর্মীয় সংগঠনগুলো এখনও ক্ষোভ পুষে রেখেছে কিং খান ও তার সিনেমার ওপর। শাহরুখের দিকে তেড়ে আসা প্রাণনাশের হুমকিতে স্পষ্ট হলো তা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল (২৫ জানুয়ারি) মুম্বাইয়ের মৌলভী রহমান প্রাণে মেরে ফেলতে বলেছেন শাহরুখকে। কেননা এ সুপারস্টারকে তিনি খাটি মুসলিম বলে মনে করেন না। একারণে তাকে হত্যার আহ্বান জানিয়েছে এ মৌলভী।
শাহরুখকে হত্যার আহ্বান জানিয়ে রহমান বলেন, ‘শাহরুখ সাচ্চা মুসলিম নয়, দক্ষিণপন্থী সংগঠনগুলো শাহরুখের বাড়ি যাক এবং তাকে গুলি করে মেরে ফেলুক।’ এ সময় ‘পাঠান’ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন রহমান। তিনি বলেন, ‘এই ছবি নিষিদ্ধ হওয়া উচিত।’
তবে মৌলভী রহমানের এ হুমকিতে কোনো মন্তব্য করেননি শাহরুরখ।

Related Articles

Leave a Reply

Back to top button