খেলা

সাকিব-তামিমদের সম্মানজনক বিদায় চান মাশরাফি

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় আনুষ্ঠানিকভাবে মাঠ থেকেই দেখতে চান বলে জানালেন মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন মাশরাফি।

কোনো পূর্ব ঘোষণা ছাড়া, বিন্দুমাত্র আনুষ্ঠানিকতা ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা থেমে গেছে মাশরাফির। কোনো ধরনের আনুষ্ঠানিকতার ইচ্ছাও পোষণ করেননি। এ বিষয়ে অনেকবারই কথা হয়েছে। কিন্তু মাশরাফি চাননি ঢাকঢোল পিটিয়ে অবসরে যেতে। তাই মাঠ থেকে শেষ হয়নি দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মাশরাফির।

মাশরাফি চান মাঠ থেকেই বিদায় নেওয়ার সংস্কৃতি তৈরি হোক বাংলাদেশের ক্রিকেটে।

তিনি বলেন, যারা আছে এখন- সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন, অনেক কিছু ত্যাগ করেই সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা মধ্য বয়সে আছে, তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা পায়- আমাদের দেশ থেকে এতটুকু সম্মান নিয়ে যেতে পারব।

Related Articles

Leave a Reply

Back to top button