বিনোদনসাহিত্য ও বিনোদন

‘পাঠান’ নিয়ে ক্যাটরিনার পোস্টে দীপিকার প্রতিক্রিয়া

জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘পাঠান’ একটা ভয়ংকর মিশন জয় করতে যাচ্ছে। আর ভিডিওতে যুক্ত করেছেন নিজের অভিনীত ব্লকব্লাস্টার মুভি ‘এক থা টাইগার’ ছবির একটি ক্লিপিং।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর পরই ক্যাটরিনার সেই ক্লিপিং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন পাঠানে শাহরুখের কো-স্টার দীপিকা পাড়ুকোন। সেই সঙ্গে একটা লাভ ইমোজিও দিয়েছেন তিনি।

এক থা টাইগারে স্পাই এজেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা। শাহরুখও পাঠানে ঠিক একই চরিত্রে অভিনয় করেছেন। সে কারণেই পর্দায় জোয়া নিজের ছবি পোস্ট করে লিখেছেন, আমার বন্ধু পাঠান একটা মারাত্মক মিশন জয় করতে যাচ্ছে। আপনারা সবাই এখন এ মিশনেরই অংশ।

দীর্ঘ চার বছরের বিরতির পর দর্শকের দরবারে হাজির হয়েছেন পাঠান শাহরুখ খান। শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান টিজার, ট্রেলারে বাজিমাতের পর বড়পর্দায়ও বাজিমাতের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Back to top button