খেলা

টি-টোয়েন্টিতে বর্ষসেরা নারী ক্রিকেটার অস্ট্রেলিয়ার ম্যাকগ্রা

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা।

২০২২ সালে ব্যাটে-বলে দারুণ উজ্জ্বল পারফরম্যান্সে এই পুরস্কার বাগিয়ে নেন ২৭ বছর বয়সী নারী এই ক্রিকেটার।

বুধবার (২৫ জানুয়ারি) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই সংস্করণে বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে ম্যাকগ্রার নাম ঘোষণা করেন।

গতবছর টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচ খেলে ৬২.১৪ গড়ে ৪৩৫ রান করেন ম্যাকগ্রা। ইংল্যান্ডের বিপক্ষে বছরের শুরুতে ৪৯ বলে অপরাজিত ৯১ রানের ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া পেস বোলিংয়ে ১৩ উইকেট নেন তিনি। এই সময় তার বোলিং গড় ছিল ১২.৮৪। ওভারপ্রতি রান দেন ৬.৯৫।

Related Articles

Leave a Reply

Back to top button