জাতীয়
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভায় নেয়া নব্বইটি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৬১টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ৬টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৯০টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৬১টি। ২৯টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।
এ সময়ে মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল এবং ১১টি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। আর সংসদে আইন পাস হয়েছে চারটি।