জাতীয়

বাংলাদেশে স্যাটেলাইট প্রযুক্তি-ব্যবহারে সহযোগিতা দিবে জার্মান ব্যবসায়ীরা

বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার ও বেটার লাইফ ফার্মিং সেন্টার স্থাপনে জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্স ও শীর্ষস্থানীয় কৃষি ব্যবসায়ীরা সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশে এসব বিষয়ে খুব শিগগিরই পাইলট কর্মসূচি গ্রহণ করার কথাও জানিয়েছে তারা।

শুক্রবার (২০ জানুয়ারি-’২৩) বার্লিনের সিটি কিউবে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্স ও জার্মানির শীর্ষস্থানীয় কৃষি ব্যবসায়ী প্রতিনিধিদের এক বৈঠকে জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্সের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

বৈঠকে, বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার, বেটার লাইফ ফার্মিং সেন্টার স্থাপন, বৈশ্বিক উত্তম কৃষি চর্চা কর্মকান্ড বাস্তবায়ন (গ্লোবাল গ্যাপ), কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্স ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং বাংলাদেশে এসব বিষয়ে পাইলট কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছে।

জার্মান এগ্রিবজনেস অ্যালায়েন্সের চেয়ারপার্সন জুলিয়া হার্নাল, ব্যবস্থাপনা পরিচালক এলিনা গামপার্ট, গ্লোবাল গ্যাপের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান মুয়েলার, বায়ারক্রপ সাইন্স ডয়েচল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক পিটার মুয়েলারসহ সেদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

অপরদিকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button