জাতীয়

ইজতেমার জন্য মেট্রোরেলে সময় বৃদ্ধি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী ২২ জানুয়ারি (রোববার) সারা দিন চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ট্রেন।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পবে অংশ নেবেন মাওলানা সাদপন্থির অনুসারীরা। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Related Articles

Leave a Reply

Back to top button