বিনোদুনিয়া
রাজ আমাকে রানির মতো রেখেছে: পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি নিজের সংসারে এখন দারুন সময় পার করছেন। নিজের ভালো থাকার জানান দিলেন সবার সামনেই, বললেন রাজ তাকে নাকি রানির মতো রেখেছেন।
বুধবার নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হন পরীমনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরীমনি।
পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে। ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?