জাতীয়
রাজধানীর বিমানবন্দর সড়কে যানজট

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে ঢাকার অদূরে টঙ্গীতে জড়ো হচ্ছেন লাখো মানুষ। এর প্রভাবে রাজধানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে বিমানবন্দরগামী লেনে প্রচণ্ড যানজট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায় আটকে থাকা গাড়ির সারি।
জানা গেছে, বনানী, বিমানবন্দর, উত্তরা ও কুড়িলে আটকে থাকা বিপুল সংখ্যক যাত্রীবাহী গাড়ি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুরের সড়কে মাত্রাতিরিক্ত চাপ দেখা গেলেও ঢাকামুখী সড়কে যানবাহন কম রয়েছে।
উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রচুর মানুষ গতকাল রাত থেকে ইজতেমায় যোগ দিতে আসছেন। এ ছাড়া সপ্তাহের শেষ কর্মদিবসে গাড়ির চাপ এমনিতেই বেশি থাকে।