দুই বাংলাদেশি ফুটবলার, ডাক পেলেন আর্জেন্টিনার ক্লাবে
বাংলাদেশের দুই ফুটবলার, আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলার প্রস্তাব পেয়েছেন।
তারা হলেন, একজন জাতীয় দলের অন্যতম সিনিয়র ফুটবলার তপু বর্মণ, আরেকজন মাহমুদুল হাসান কিরণ।
জানা গেছে, আর্জেন্টিনার থার্ড ডিভিশনের ক্লাব সোল দে মায়ো এই প্রস্তাব পাঠায়।
এ বিষয়ে তপু বর্মণ গণমাধ্যমকে বলেন, ‘ডিসেম্বরের শেষ দিকে মূলত আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাবটি আমার সঙ্গে যোগাযোগ করে। আমার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় অত্যন্ত খুশি হই।’
প্রস্তাব পাওয়ার কারণ সম্পর্কে তপু বলেন, ‘গত কয়েক বছর ব্রাজিল, আর্জেন্টিনার অনেকেই আমাদের কিংসে খেলেছে। এজন্য কিংসের ম্যাচ এবং আমাদের লিগ ব্রাজিল-আর্জেন্টিনায় অনুসরণ করা হয়। সেখান থেকেই মূলত তাদের এই প্রস্তাব দেয়ার ধারণা।’
এদিকে, বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ তপু বর্মণ। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার জন্য তপু তাদের বড় অস্ত্র।
তাই শুধুমাত্র কিংসের অনুমতি পেলেই তিনি যোগ দেবেন, নয়তো না।