জাতীয়লিড স্টোরি

পঞ্চগড়ের তাপমাত্রা ৬.২ ডিগ্রি

টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের শীতের দাপটে নাজেহাল হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকাল তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

এবারের শীত মৌসুম শুরুর পর থেকেই ভোগান্তিতে পড়েছেন পঞ্চগড়ের মানুষ। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড়। দুপুরের দিকে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও তা উত্তাপ ছড়াতে পারেনি। তবে এই সময়ে কিছুটা গরম অনুভূত হলেও তা বেশিক্ষণ স্থায়ী থাকে না। বিকেলের পর থেকে আবারও কমতে শুরু করে তাপমাত্রা।

শীত আর কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এই বয়সী মানুষ।

শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তবে পরিবারের চাহিদা মিটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন।

Related Articles

Leave a Reply

Back to top button