যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি থাকার বিষয়ে যা বললেন তাকসিম
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, যুক্তরাষ্ট্রে নিজের ১৪টি বাড়ি রয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সোমবার (৯ জানুয়ারি) দেশের একটি জাতীয় দৈনিকে ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সংবাদমাধ্যমের কাছে এমনটা জানান ওয়াসার এমডি। বলেন, ওই প্রতিবেদনের তথ্য শতভাগ মিথ্যা।
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের নাগরিক। আমার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার বিষয়টি সবাই জানে। আমার দুই দেশের নাগরিকত্ব আছে।
সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন নিয়ে তিনি বলেন, ওয়াসায় সংস্কার করেছি। যাদের বিরুদ্ধে সংস্কার করা হয়েছে, যাদের স্বার্থে আঘাত লেগেছে, তারা এসব প্রতিবেদন করাচ্ছে।
নিজের উপার্জনে হারাম নেই দাবি করে তাকসিম এ খান বলেন, আমি একটি টাকা কিংবা ইউএস ডলার অবৈধ উপার্জন করিনি। আমার যা আয় সব হালাল।