Leadজাতীয়

ইভিএম নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে ইসির বৈঠক

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের নানা বিষয় নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক বসেছে নির্বাচন কমিশন।

আজ রোববার (৮ জানুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টায় এ সভা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ছাড়াও সভায় উপস্থিত আছেন নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান।

সভায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ আরও কয়েকজন বিশিষ্টজন। যাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বুয়েট শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, তথ্য বিশেষজ্ঞ মাহফুজ আহমেদ প্রমুখ।

জানা গেছে, ইভিএম মেশিন রক্ষণাবেক্ষণের বিষয়সহ বৈঠকে গত ২৭ ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণে ধীরগতির বিষয়ে আলোচনা হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button