ক্রীড়াঙ্গন

সাকিবের বরিশালকে হারিয়ে মাশরাফির সিলেটের রোমাঞ্চকর জয়

বিপিএলের চতুর্থ ম্যাচে বরিশালকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছেন সিলেট। টানা দ্বিতীয় জয় সিলেট স্ট্রাইকার্সের।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে, সাকিব আল হাসানের ঝড় ইনিংসে সাত উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে বরিশাল। রান তাড়ায় এক ওভার হাতে রেখেই ৬ উইকেটের রাজসিক জয় তুলে নেয় সিলেট (১৯৬/৪)।

বরিশালের ইনিংসের মূল কারিগর সাকিব ১৯ ওভার পর্যন্ত ক্রিজে থেকে করেন ৬৭ রান। তার ৩২ বলের ইনিংসটিতে আছে ৭টি চার ও ৪টি ছয়ের মার। বাকিদের মধ্যে করিম জানাত ১৭ ও মিরাজ এক রান করেন।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। খালেদ আহমেদের দ্বিতীয় বলে রান আউট হন কলিন অ্যাকারম্যান। তবে সে ধাক্কা ভালোভাবে সামাল দেন নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়। দুজনে মিলে গড়েন ৬৭ বল থেকে ১০১ রানের জুটি।

সিলেটের পক্ষে এদিন উদীয়মান ক্রিকেটার তৌহিদ রিদয় হাফ সেঞ্চুরির দেখা পান। শেষ পর্যন্ত ৩৪ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৫ রান করে আউট হন তিনি। তবে সবার নজর কেড়েছেন ফর্মে থাকা জাকির হাসান। মাত্র ১৮ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৩ রানের অসাধারণ এক ক্যামিও খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নেন তিনি।

এছাড়াও নাজমুল হোসেন শান্ত এর ব্যাট থেকে আসে ৪৮ রান। শেষদিকে ব্যাটিংয়ে নেমে মুশফিক ১১ বলে ২৩ এবং থিসারা পেরেরা ৯ বলে ২০ রান করে দল জিতিয়েই মাঠ ছাড়েন।

বরিশালের চার উইকেটের দুটি হয়েছে রান আউট। অন্য দুটি উইকেট নেন ডি সিলভা ও করিম জানাত।

বিপরীতে সিলেটের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নেন মাশরাফি। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ইমাদ ওয়াসিম, রেজাউর রহমান রাজা ও পেরেরা।

Related Articles

Leave a Reply

Back to top button