জাতীয়

পদ্মা সেতু দেখে অভিভূত ভারতের সাংবাদিকরা

ছয় দিনের এ সফরে বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পদ্মা সেতু পরিদর্শন করেছে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ৩৩ জন সাংবাদিকের ওই প্রতিনিধি দলটি পদ্মা সেতু পরিদর্শনে যায়।

এসময় বাঙালির স্বপ্নজয়ের পদ্মা সেতু ভারতীয়দের কাছেও বেশ আগ্রহের বলে জানান তারা। তারা পদ্মা ও আশপাশের প্রকৃতি এবং মাওয়ার ঐতিহ্যবাহী ইলিশের হাট ঘুরে দেখেন।

এর আগে, গত ৬ জানুয়ারি বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প দেখতে ঢাকায় আসে ভারতীয় সাংবাদিকদের প্রতিনিধি দল। দলটিতে কলকাতার ২৪ জন এবং আসামের ৯ জন সাংবাদিক রয়েছেন। ৬ দিনের সফর শেষে তারা আগামী ১১ জানুয়ারি ভারতে ফিরে যাবে।

শেষে দলটি ১১ জানুয়ারি ভারতে ফিরবে। এ দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশের উপপ্রধান তথ্য কর্মকর্তা আব্দুল জলিল।

 

Related Articles

Leave a Reply

Back to top button