জাতীয়
পুলিশদের অর্ধাঙ্গীরা তাদের প্রেরণা যোগায়: শিক্ষামন্ত্রী

কর্মক্ষেত্রে পুলিশ সদস্যদের অর্ধাঙ্গীরা তাদের শক্তি-সাহস ও অনুপ্রেরণা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখছে। আর তাদের এই সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের সহধর্মিণীরা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহসই দেন না। সংগঠনটির (পুনাক) মাধ্যমে তারা নানাবিধ কাজও করছেন।
ডা. দীপু মনি বলেন, পুলিশের অবদানে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় পুনাক সদস্যদের পরিবারের মানুষের গুরুত্ব অপরিসীম।