বিনোদুনিয়া
রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন আর নেই

না ফেরার দেশে চলে গেলেন ভারতের রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে কলকাতায় নিজের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আজ এ তথ্য নিশ্চিত করেন, সুমিত্রা সেনের মেয়ে শ্রাবণী সেন।
জানা গেছে, ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত বর্ষীয়ান এই শিল্পীকে সোমবার রাতেই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবারের সদস্যরা।
চিকিৎসকরা জানিয়েছিলেন, নিউমোনিয়া থেকেই তার শরীরে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়াও বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন সুমিত্রা।
রবীন্দ্র সঙ্গীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও সঙ্গীত জগতে জনপ্রিয় নাম।