জাতীয়

মেট্রোরেল চলাচল বন্ধ আজ

আজ (মঙ্গলবার) সাপ্তাহিক ছুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার (২৮ ডিসেম্বর) প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত স্বপ্নের মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে দৈনিক চার ঘণ্টা করে যাত্রী পরিবহন করছে মেট্রোরেল।

জানা গেছে, বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর প্রথম দিনে (বৃহস্পতিবার) ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকা এবং দ্বিতীয় দিন (শুক্রবার) মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকা আয় হয়েছিল। তৃতীয় দিন (শনিবার) মেট্রোরেলের ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে। চতুর্থ দিন (রোববার) মেট্রোরেলের ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়েছে। পঞ্চম দিনে (সোমবার) টিকিট বিক্রি করে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা আয় হয়েছে মেট্রোরেলের।

সব মিলিয়ে উদ্বোধনের পর প্রথম সপ্তাহে মেট্রোরেল থেকে আয় ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button