
আন্তর্জাতিক
আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় আনা হবে: লুলা
ব্রাজিলের তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুলা ডি সিলভা। স্থানীয় সময় রবিবার (১ জানুয়ারি) শপথ নেওয়ার পরই দেশের জনগণকে আমাজন বন ধ্বংসের হাত থেকে শূন্যের কোঠায় নিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। খবর আলজাজিরা।
তার দেওয়া অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, ব্রাজিলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, জাতিগত ও লিঙ্গসমতা আনা। লুলা ডি সিলভা বলেন, ‘ব্রাজিলের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে নতুন করে গড়তে চাই।’
লুলা বলেন, ‘ব্রাজিলের পড়তির দিকে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করবে তার সরকার। একইসঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের যে ঘাটতি আছে তা পূরণে চেষ্টা করা হবে। রুখে দেওয়া হবে ব্যক্তিগত লাভের জন্য দেশের সম্পদ লুণ্ঠন।’
উল্লেখ্য, এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ৭৭ বছর বয়সী লুলা।