আন্তর্জাতিক

আবারো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন লুই ইনাসিও লুলা দা সিলভা। খবর: বিবিসি।

স্থানীয় সময় রোববার (১ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে লুলার শপথগ্রহণ শুরু হয়।

শপথগ্রহণের পর ব্রাজিলকে নতুন করে গড়ে তোলার পাশাপশি পরিবেশ, অর্থনীতি ও দরিদ্রদের জন্য লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন লুলা।

লুলার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে, ব্রাজিলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, জাতিগত ও লিঙ্গসমতা আনা এবং আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় আনা। তিনি বলেন, ব্রাজিলের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে নতুন করে গড়তে চান।

লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি রোসাঙ্গেলা জানজা দা সিলভা এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আল্কমিন।

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছিলেন লুলা। এরপর ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button