রাজকূট

আওয়ামী লীগের সমাবেশ শুরু

নয়াপল্টনে বিএনপির গণমিছিলে নাশকতামূলক অপতৎপরতা মোকাবিলা করতে ঢাকা ঘিরে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকার গুরুত্বপূর্ণ ৯টি স্পটে  ৯টি টিমে ভাগ হয়ে পাহারায়ে বসেছেন আওয়ামী লীগের নেতারা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পরপরই স্পটগুলোতে জড়ো হয়ে সমাবেশ শুরু করে আওয়ামী লীগ।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল থেকে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ নেতাকর্মীরা ।
নানক জানিয়েছেন, গণমিছিলেন নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে তাদের দমন করা হবে। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন ঢাকার উত্তরা, মহাখালী, শ্যামলী, ফার্মগেট, মিরপুর, গাবতলী, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, রামপুরা, বাড্ডা ইউলুপ এবং যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম পাহারায় থাকবে। সেখানে মহানগর, থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতি সমাবেশে রূপ নেবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button