জাতীয়

দ্বিতীয়বার রংপুর সিটি মেয়র হলেন মোস্তফা

দ্বিতীয় বারের মতো রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ১২টায় রংপুর শিল্পকলা একাডেমি নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে মোস্তাফিজার রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

রিটার্নিং কর্মকর্তা আরো জানান, ২২৯টি কেন্দ্রের মধ্যে লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া রয়েছেন চতুর্থ অবস্থানে। তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান।

নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট হয়ে বিজয়ী প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা গণমাধ্যমকে বলেন, বিজয়ী এবং পরাজিত সব মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের পরামর্শ ও সহযোগিতায় রংপুরকে মডেল নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।

এ সময় আবারও মেয়র পদে তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button