আশা জাগিয়েও ২-০ ব্যবধানে বাংলাদেশের হার
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের আজ (২৫ ডিসেম্বর) চতুর্থ দিনে জয়ের খুব কাছে গিয়েও ৩ উইকেটে হারলো বাংলাদেশ।
তবে দিনের শুরুতে দারুণ সূচনা করে টাইগাররা। জয়ের জন্য আজ মাত্র ১০০ রানের লক্ষ্য নিয়ে টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে আসলে শুরুতেই গতকালের অপরাজিত ব্যাটার জয়দেব উনাদকাতকে হারায় সফরকারীরা। সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন উনাদকাত। এরপর মিরাজের বলে লেগ বিফোরের শিকার হন ঋষভ পান্থ। পান্থ সাজঘরে ফেরার পর অক্ষর প্যাটেলকে বোল্ড করেন মিরাজ। আর এতেই স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে লোকেশ রাহুলের দল।
ব্যাটিং করতে নেমে শুরুতে কিছুটা খাবি খাচ্ছিলেন অশ্বিন। সেই অশ্বিন যখন মুমিনুল হকের ক্যাচ মিসে জীবন পেলেন।
এরপর একাই ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশি বোলারদের উপর। তার অসাধারণ ব্যাটিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে আরেকটি টেস্ট হার বাংলাদেশ দলের।
সবার আশা ছিল, ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে ফেলবে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত ইতিহাস গড়া হয়নি বাংলাদেশের।