জাতীয়
ছিনতাই হওয়া দুই জঙ্গি দেশেই আছে: সিটিটিসি প্রধান

ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে পালানো দুই জঙ্গি এখনও দেশেই আছে। তারা দেশ থেকে পালাতে পারেনি। এমন তথ্য জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এই তথ্য জানান। প্রেস কনফারেন্সটি আয়োজন করা হয়েছিল নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার দুই সদস্যকে গ্রেপ্তার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।
সিটিটিসি প্রধান এ সময় বলেন, ‘গ্রেপ্তার মো. নাইম হোসেন ও মো. সাইফুল ইসলাম তুহিন পাহাড়ে জঙ্গি ট্রেনিং নিতে গিয়েছিল। কিন্তু সেখানে তারা টিকে থাকতে পারেনি। এরপর তারা সেখান থেকে পালিয়ে আসার সময় আমাদের হাতে গ্রেপ্তার হয়।’