ক্রীড়াঙ্গন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে সাকিব বলেন, ‘শুরুর দুই ঘন্টা বেশ গুরুত্বপূর্ণ। এই দুই ঘন্টা দেখেশুনে পার করতে পারলে আরও ভালো করা যাবে। মিরপুরের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো। এছাড়া শেষের দিকে স্পিনারদেরও সাহায্য করবে উইকেট।’

টস হেরে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাটিং নিতাম। উইকেটটা অবশ্য একটু বিভ্রান্তিকর ;লাগছে। এই পিচ থেকে আসলে কী আশা করা যাবে সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই।’

বাংলাদেশ এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। চোটের জন্য ছিটকে যাওয়া এবাদত হোসেনের বদলি হিসেবে একাদশে এসেছেন তাসকিন আহমেদ।

এদিকে, শেষ ম্যাচে তিনে নামা ইয়াসির আলী চৌধুরীর জায়গায় এসেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।

ভারতের একাদশেও এসেছে এক পরিবর্তন। ১২ বছর পর টেস্ট দলে ফিরেছেন জয়দেব উনাদকাত।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

ভারতের একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, জয়দেব উনাদকাত, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

Related Articles

Leave a Reply

Back to top button