বিনোদুনিয়া
ব্রিটিশ ম্যাগাজিন এমপায়ারে সর্বকালের সেরা ৫০-এ শাহরুখ খান

জনপ্রিয় ব্রিটিশ ম্যাগাজিন ‘এমপায়ার’ পুরো বিশ্বের সর্বকালের সেরা ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় আছে বলিউড বাদশা শাহরুখের নাম। শাহরুখ এই তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয়।
এই তালিকায় আছে হলিউডের খ্যাতিমান তারকা ডেনজেল ওয়াশিংটন, টম হ্যাঙ্কস, অ্যান্থনি মারলন ব্র্যান্ডো, মেরিল স্ট্রিপ, জ্যাক নিকলসন সহ আরও অনেক নাম। নিঃসন্দেহে এই তারকাদের পাশে শাহরুখের নাম থাকাটা অভিনেতার জন্য সম্মানজনক।
‘এমপায়ার’-এ শাহরুখ সম্পর্কে সংক্ষেপে লেখা হয়েছে, চার দশকের ক্যারিয়ারে অধিকাংশই ছবিই হিট এবং বিলিয়ন ভক্ত আছে অভিনেতার। আরও লেখা হয়েছে, শাহরুখ সব ঘরানার ছবিই করতে পারেন। তিনি করতে পারেন না এমন কিছু নেই। যা কিছুই করেন, অত্যন্ত নৈপুণ্যের সাথে নিখুঁতভাবে করেন।
ম্যাগাজিনটিতে শাহরুখের চারটি ছবির কথা বিশেষভাবে বলা হয়েছে। এগুলো হলো, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘স্বদেশ।’ অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে ‘আইকনিক’ সংলাপ হিসেবে ম্যাগাজিনে লেখা হয়েছে ‘জাব তক হ্যায় জান’ ছবির ‘জিন্দেগি তো হার রোজ জান লেতি হ্যায়, বোম্ব তো সিরফ এক বার লেগা’ সংলাপটি।