আন্তর্জাতিক

পদত্যাগের কথা জানালেন মাস্ক!

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, ‘দায়িত্ব নেওয়ার মতো কাউকে পেলে নিজের পদ থেকে পদত্যাগ করবেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) তিনি এ ঘোষণা দেন।

মাস্ক টুইটারে লেখেন, ‘কাউকে চাকরি নেওয়ার মতো বোকা মনে হলেই আমি সিইও পদ থেকে পদত্যাগ করব! এরপরে আমি শুধু সফটওয়্যার ও সার্ভার টিম চালাব।’

এর আগে, প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিৎ কিনা- এ প্রশ্নে জরিপ করেছিলেন ইলন মাস্ক। এতে অংশ নেওয়া অধিকাংশ মানুষই তাকে চলে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। জরিপে ৫৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতাই বলেন, ইলন মাস্কের উচিৎ টুইটারের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেওয়া।

টুইটার ছাড়াও তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি জায়ান্ট টেসলা ও স্পেসএক্স পরিচালনা করেন। সূত্র: রয়টার্স।

Related Articles

Leave a Reply

Back to top button