ক্রীড়াঙ্গন
গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজ

কাতার বিশ্বকাপ ফাইনালে গোল্ডেন গ্লাভস জিতলেন টাইব্রেকারে জয়ের নায়ক মার্টিনেজ।
নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মত ফাইনালেও এমিলিয়ানো মার্টিনেজের কাধেঁ ভর করে অবশেষে সেই কাঙ্খিত জয় পায় আর্জেন্টিনা।
রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯ টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হওয়া ফ্রান্স-আর্জেন্টিনার খেলা শেষ পর্যন্ত নানা নাটকীয়তায় গোড়ায় টাইব্রেকারে।
আর টাইব্রেকারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়কে পরিণত হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর তার স্বীকৃতিও পেলেন তিনি। জয়ের নায়ক হয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন মার্টিনেজ।
কিংসলে কোম্যানের পেনাল্টিটি ঠেকিয়েই তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন। এরপর অরিলিয়েন চুয়ামেনি যে শটটি নিয়েছিলেন মার্টিনেজকে ঠেকানোর জন্য সেটি হয়ে গেলো মিস।
এর ফলেই ৩৬ বছরের শিরোপা জিতে নিলো আর্জেন্টিনা।