রোমাঞ্চকর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

অবশেষে ফুরোলো অপেক্ষা। ৩৬ বছরের অপেক্ষার পর বিশ্বকাপ এবার আর্জেন্টিনার হাতে। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ নিজেদের করে নিল মেসির দল।
দম বন্ধ করা রোমাঞ্চকর বিশ্বকাপ দেখলো এবার বিশ্ব। নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৮ মিনিটে দারুণ এক গোলে আবারও আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। কিন্তু রোমাঞ্চের তখনও শেষ নয়। আবারও ফ্রান্সের ত্রাণকর্তা কিলিয়ান এমবাপ্পে। ১১৬ মিনিটে ডি বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন আর্জেন্টাইন ডিফেন্ডার মন্তিয়েল। পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে প্রথম হ্যাটট্রিক, কিন্তু তা ভেস্তে গেল টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শটে গোল করেন এমবাপ্পে ও মেসি। ফ্রান্সের হয়ে দ্বিতীয় শট নেওয়া কোমানকে ঠেকিয়ে দেন মার্তিনেস। অন্য দিকে জাল মিস করেননি আর্জেন্টিনার পাওলো দিবালা। তৃতীয় শট নিতে এসে পোস্টের বাইরে অরেলিয়ে চুয়ামেনি। আর্জেন্টিনার হয়ে লেয়ান্দ্রো পারদেস গোল করলে আবারও পিছিয়ে যায় ফ্রান্স। চতুর্থ শটে কোলো মুয়ানি গোল করলেও আর্জেন্টিনাকে স্বপ্নের বিশ্বকাপ এনে দেওয়ার মুহূর্তটা আজীবন মনে রাখবেন গনসালো মন্তিয়েল।
১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ২০২২ সালে আবারও বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে।