
আন্তর্জাতিক
খেলা দেখতে কাতারে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
বিশ্বাকাপের ফাইনাল মঞ্চে এবারও উঠেছে ফ্রান্স। তাই ম্যাচটি সরাসরি দেখতে কাতারে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সাথে আছেন তার স্ত্রী ব্রিগিতি ম্যারি-ক্লদে ম্যাক্রোঁ।
শনিবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বরণ করে নিয়েছে কাতার কর্তৃপক্ষ।
ফাইনাল ম্যাচ উপভোগ করতে বিশাল বহর নিয়ে কাতারে আসেন তিনি। তবে ফাইনাল ম্যাচ উপভোগ করতে কাতার যাননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। জানা গেছে, দেশে নিজ বাড়িতে বসে খেলা দেখবেন তিনি। রবিবার (১৮ ডিসেম্বর) এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন আলবার্তো ফার্নান্দেজ নিজেই।
টুইটে তিনি লেখেন, আমার নিজ দেশের লাখ লাখ মানুষের মতো, আমিও বাড়িতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করবো। এমন অসাধারণ মুহূর্তটি আমি আমার দেশের মানুষের সঙ্গে উপভোগ করবো। আমাদের উপস্থিতি টের পাওয়া যাবে মাঠের খেলোয়াড় ও স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে।
এদিকে মরক্কোর বিরুদ্ধে ফ্রান্স যখন সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল, তখনও মাঠে উপস্থিত ছিলেন ইমানুয়েল ম্যাঁক্রো। ওই ম্যাচ শেষে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। এরপর ফাইনালের জন্য আবারও কাতারে আসেন তিনি।