১৬ ডিসেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’

১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। বিশ্বমুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এরইমধ্যে অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সকল শাখা এবং অনলাইনে টিকেট পাওয়া যাচ্ছে।
২০০৯ সালে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দিয়েছিল ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। এখনো পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে সিনেমাটি।
শুধু তাই নয়, ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’। এরপর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরের সিনেমার জন্য।
এরপর দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার পর্দায় আসছে জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন তোলা সিনেমা ‘অ্যাভাটার’র সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।