ক্রীড়াঙ্গন
আইপিএলের নিলামে চার বাংলাদেশী ক্রিকেটার

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন-এ চারজন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ সালের নিলামের চূড়ান্ত তালিকায় রয়েছেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
পেসার মোস্তাফিজুর রহমানকে আগে থেকেই ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস।
আর বাকি নিলামে সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৮৮ লাখ টাকা। লিটন, তাসকিন ও আফিফের ক্ষেত্রে ৬২ লাখ ৬৩ হাজার টাকা করে। আইপিএলের সর্বশেষ আসরে অবিক্রীত ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব।
আগামী ২৩ ডিসেম্বর কোচিতে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ২৭৩ জন স্থানীয়। বাকি ১৩২ জন বিদেশি ক্রিকেটার।