শহীদ বুদ্ধিজীবিদের প্রতি বিএনপির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবসে, বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
আজ বুধবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ফুলেল শ্রদ্ধা জানান তারা।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ বলেন, যে বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্রিশ লাখ লোক শহীদ হয়েছেন, দুই লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে দিতে চাই। বিএনপির টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের মানে হলো, সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে পুনরুদ্ধার করে গণমানুষের কাছে ফিরিয়ে দেওয়া, গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন বলেন, নীতিগত প্রশ্নে বিএনপি কখনও পাকিস্তানের ধ্যান-ধারণায় বিশ্বাস করে না। বিশ্বাস করে এক গণতান্ত্রিক ব্যবস্থায়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি।। সেটির আকাঙ্খা ছিল গণতন্ত্র। মানুষ স্বাধীনতা পাবে; কথা বলার অধিকার থাকবে। আজকের স্বাধীনতার ৫০ বছর পর আমরা যেভাবে আছি; আজকে গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, সদস্য সচিব আমিনুল হক সহ অনেকেই।