ক্রীড়াঙ্গন
এটাই শেষ বিশ্বকাপ: মেসি

নিজের অসাধারণ খেলার জাদুতে কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে মেসি জানালেন, ফাইনাল ম্যাচই হতে যাচ্ছে তার বিশ্বকাপে শেষ ম্যাচ।
ক্রোয়েশিয়ার সঙ্গে খেলা জিতে, আর্জেন্টিনার গণমাধ্যম দারিও দেপোর্তিভো ওলেকে মেসি জানান, কাতার বিশ্বকাপের ফাইনাল খেলে আমি বিশ্বকাপ যাত্রার ইতি টানব। আমরা মাত্র এক ধাপ দূর আছি। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে এবার বিশ্বকাপ জয় করব।
ফুটবলের এ জাদুকর আরো বলেন, পরের বিশ্বকাপের এখনও অনেকটা বাকি। আমার মনে হয় না আমি সেটাতে থাকতে পারব। কাজেই এভাবে শেষ করতে পারায় হবে সেরা।
তবে আর্জেন্টিনার হয়ে আর কোনো ম্যাচ খেলবেন কিনা তা পরিষ্কার করেননি মেসি।