ক্রীড়াঙ্গন
ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা দশে তিন টাইগার বোলার

এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আর টাইগার পারফরম্যান্সেরের পর আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব, মোস্তাফিজরা।
বুধবার ওয়ানডে বোলারদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।
এতে সাত ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৬৪৭ রেটিং পয়েন্টে উঠে এসেছেন নবম স্থানে।
আর ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ফর্মে থাকলেও দুই ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তালিকার আটে আছেন এই অলরাউন্ডার।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে ও তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। এ ছাড়া চারে ম্যাট হেনরি, পাঁচে শাহিন শাহ আফ্রিদি, ছয়-সাতে রশিদ খান ও অ্যাডাম জাম্পা।