খেলা

আমি খুব ভয় পেয়েছিলাম: ম্যাচ জয়ের পর নেইমার

দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে, টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত নেইমার বলেন, আরও এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমরা অবশ্য শিরোপাজয়ের স্বপ্ন দেখি। কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এটি আমাদের চতুর্থ ম্যাচ ছিল। বিশ্বকাপ জেতার জন্য আরও তিন ম্যাচ বাকি।

এ সময় তিনি ইনজুরির রাতের কথা তুলে ধরতে ভোলেননি। নেইমার বলেন, ‘আমি খুব ভয় পেয়েছিলাম। আমি খুব ভালো একটা মৌসুম কাটাচ্ছিলাম। ভালো ফর্মে ছিলাম। আমি সেই রাতে অনেক কেঁদেছিলাম; আমার পরিবার জানে। তবে এখন ঠিক হয়েছে। পরের দিন চিকিৎসকের সঙ্গে বেলা ১১টা পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া, বাকি দিনগুলোতে ৫-৬টা পর্যন্ত থেকে কষ্ট করা কাজে দিয়েছে।

তিনি আরো বলেন, সবশেষে আমরা যেন মুকুট পরতে পারি, ভালো কিছু যেন হয়।’

চলতি কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির চোটে পড়েছিলেন তিনি। ফলে বিশ্বকাপ থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল নেইমার জুনিয়রকে নিয়ে। তবে নিজেকে পুরোপুরি ফিট করে আবারও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। ইনজুরির পর দলে ফিরেছেন তারকা ফুটবলার নেইমার। দলকে জিতিয়েছেন বিশাল ব্যবধানে। মুগ্ধ গোটা বিশ্বের শতকোটি ফুটবলপ্রেমী।

Related Articles

Leave a Reply

Back to top button