খেলা

কাতার বিশ্বকাপে পোলান্ডকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে আর্জেন্টিনা। পোলান্ডকে হারিয়ে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হলো লিওনোল স্কালোনির আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির পেনাল্টি মিসে বেশ দুশ্চিন্তা তৈরী হয়েছিলো আর্জেন্টিনা শিবিরে। অবশেষে দ্বিতীয়ার্ধে ২ গোলের জয়ে মাঠ ছাড়ে আলবেসেলিস্তারা। সারাবিশ্বের দর্শক সমর্থকদের হতাশ করেননি তাঁরা। পুরো মাঠ জুড়ে একক আধিপত্য ছিলো আর্জেন্টিনার খেলোয়াড়দের দখলে।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। বুধবার দিবাগত রাত ১ টায় কাতারের ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ এ খেলা শুরু হয় আর্জেন্টিনার প্রতিপক্ষ পোলান্ডের সাথে। ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরু থেকেই বল দখলের লড়াই থেকে আক্রমণ সব কিছুতেই পোলিশদের থেকে এগিয়ে ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই চিরচেনা আর্জেন্টাইনদের দেখা মিলে। ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশটি। আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

অর্থ্যাৎ ২-০ ব্যবধানে পোলান্ডকে হারিয়ে নক আউট পর্বে আর্জেন্টিনা।

Related Articles

Leave a Reply

Back to top button