খেলা
আজ জিতলেই নক-আউট নিশ্চিত ব্রাজিলের

আজ রাত ১০ টায়, নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
আর আজ যদি জিততে পারে তাহলে নক-আউট নিশ্চিত হয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে এই ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ নেইমার আর রাইটব্যাক দানিলোর চোট। গোড়ালির চোটে গ্রুপ পইর্বের দুই ম্যাচেই খেলতে পারবেন না নেইমার।
এ ছাড়াও ফিফা র্যাংকিং কিংবা পরিসংখ্যান সবদিক থেকে এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত সুইসদের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা। বিশ্বকাপের ইতিহাসে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল।
বিশ্বকাপের মঞ্চে সুইসদের বিপক্ষে জয় অধরাই রয়ে গেছে ব্রাজিলের জন্য। আজ কি সেলেসাওরা পারবে সুইসদের বিপক্ষে জয় তুলে নিয়ে অতীতের ধারা ভাঙতে?