বিনোদুনিয়া

সারিকার স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্বামীর বিরুদ্ধে যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন।

তার অভিযোগের প্রেক্ষিতে রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এই আদেশ দেন।

আগামী ২১ ডিসেম্বর পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। অভিনেত্রী সারিকার আইনজীবী মাসুদুর রহমান মাসুদ বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, ৫০ লাখ টাকা যৌতুক চেয়ে সারিকাকে নির্যাতন করেন তার স্বামী রাহী। আর তাই স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে এ বিষয়ে এক সালিস বৈঠকে কথোপকথনের এক পর্যায়ে সারিকার স্বামী দাবি করেন, ব্যবসার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে হবে। দাবিকৃত টাকা না দিলে তিনি সারিকার সঙ্গে সংসার করবেন না। এমনকি তিনি অন্যত্র বিয়ে করবেন বলেও জানান।

উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট জি এস বদরুদ্দিন আহমেদ রাহীকে বিয়ে করেন অভিনেত্রী সারিকা।

এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর বাগদান সারেন সারিকা-রাহী।

Related Articles

Leave a Reply

Back to top button