মেট্রো ওয়াশিংটন আওয়ামীলী ও সহযোগি সংগঠনগুলোর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
মেট্রো ওয়াশিংটন আওয়ামীলী ও সহযোগি সংগঠনগুলোর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন।
মঙ্গলবার (১৪ই জানুয়ারি ) সন্ধ্যায় দিবসটি উপলক্ষে ওয়াশিংটনের লী হাইওয়ে আলাদিন রেস্তোরায় এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।
মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযুদ্ধা জনাব জিয়া উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরেন আজম আজাদ।
এসময় বঙ্গবন্ধুর র্বণাঢ্য রাজনৈতিক জীবনের নানা ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযুদ্ধা সাংবাদিক জনাব হারুন চৌধুরী।
এবং বক্তব্যে রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সদস্য ফরিদ,মেট্রো ওয়াশিংটন যুবলীগের সভাপতি এম,রবিউল ইসলাম রাজু। এসময় তারা অভিযোগ করেন, কিছু লোক সারা বছর সাংগঠনিক কাজে থাকেন না, কিন্তু হঠাৎ বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সক্রিয় হচ্ছেন। এসব লোক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে অর্থপ্রাপ্তির লোভে সক্রিয় হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
এছাড়াও অনুষ্ঠানে সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ, আবু বক্কার ছিদ্দীক (সাজ), মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজ, দেশে ও দেশের বাইরে র্ধমান্ধ ও উগ্র সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেন এবং দেশের চলমান অগ্রগতির বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবেলায় দেশ ও দেশের বাইরের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
আরো উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সহ সভাপতি-রোকন, হাসানুল আমিন, সাংগঠনিক সম্পাদক-কামরুল হাসান,প্রচার সম্পাদক শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন, মিকাইল,উৎস,টিটো,শাহিন, শিমুল , মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-জয় শহিদুল, সদস্য-আছিফ, আলমগীর,সোহেল,
জয়বাংলা জয়বঙ্গবন্ধু