খেলা

গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার ম্যাচ

নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ডেনমার্ক ও তিউনিশিয়া।
কোনো দলই খুব একটা ভালো সুযোগ তৈরি না করতে পারায় গোলশূন্য ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

কাতার বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে আফ্রিকান তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামে ইউরোপের অন্যতম পরাশক্তি ডেনমার্ক।

ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই করে দুই দল। প্রথমার্ধেই গোল করার বেশ কিছু সুযোগ পায় এরিকসেন-কাসপার ডোলবার্গরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তারা।

ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে সুযোগ পায় তিউনিসিয়া। সতীর্থের দেওয়া লম্বা পাস থেকে ডি-বক্স থেকে ডেনমার্কের জালে বল পাঠান ইসাম জেবালি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়।

প্রথমার্ধের দুই মিনিট বাকি থাকতে আবারও গোল করার সুযোগ পায় তিউনিসিয়া। তবে দুর্দান্ত সেভে তা রুখে দেন ড্যানিশ গোলরক্ষক কাসপার সিমিচেন। ড্যানিশদের ডিফেন্ডারদের দায়িত্বশীল ভূমিকায় ০-০ এ শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পায় উভয় দল। তবে শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় গোলশূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

আগামী ২৬ নভেম্বর আল-জানুব স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তিউনিশিয়া। একই দিন ৯৭৪ স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামবে ডেনমার্ক।

Related Articles

Leave a Reply

Back to top button