জাতীয়

 বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের আসাম রাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের আসাম রাজ্যের সংসদীয় প্রতিনিধিদল।

আজ সোমবার বেলা ১১ টায় ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button