বিনোদুনিয়া
বুবলীর জন্মদিনে হিরার নাকফুল উপহার দিলেন শাকিব

গতকাল (২০ নভেম্বর) ছিল ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর জন্মদিন। তবে এ দিনেও শুটিংয়ের ব্যস্ত ছিলেন তিনি। সেই ব্যস্ততার মাঝেও নিজের জন্মদিনের কথা গণমাধ্যমের সাথে শেয়ার করেন নায়িকা।
বুবলি জানান, জন্মদিনের প্রথম প্রহরে মা, বাবা ও বোনদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বুবলী। তবে চমক উপহার পান ছেলে বীরের মুখে যখন ভাঙা ভাঙা গলায় বলতে শোনেন , ‘হ্যাপি বাড, হ্যাপি বাড…’। বীরের মুখে এ কথা শুনে খুব হেসেছেন মা বুবলী। তার কথায়, ‘কয়েক দিন ধরে বাসায় হয়তো আমার জন্মদিন নিয়ে আলোচনা হয়েছে, ও হয়তো শুনে শুনে মনে রেখেছে। ছোট্ট মানুষ, পরিষ্কারভাবে তো আর বলতে পারে না।’
এবার প্রশ্নটা ছিল বীরের বাবা শাকিব খান জন্মদিনের কোনো উপহার দিয়েছে কি না? বুবলীর জবাব, ‘দেখুন, ও নিজের জন্মদিন নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকে না। ওভাবে সেলিব্রেটও করে না। জন্মদিন উপলক্ষে আমাকে একদিন আগেই উইশ করেছে। গত সপ্তাহে আমাকে সে উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম ডায়মন্ডের নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।’
এ বিষয়ে অবশ্য শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।